ময়ুরাক্ষী নদী উপত্যকা পরিকল্পনা
ময়ুরাক্ষী নদী উপত্যকা পরিকল্পনা
ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার অন্তর্গত দেওঘরের ত্রিকূট পাহাড়ে উৎপন্ন হয়েছে এবং তারপর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রায় ২৪০ কিমি পথ অতিক্রম করে কাটোয়ার কাছে ভাগীরথী নদীতে পড়েছে । প্রধানত বন্যা নিয়ন্ত্রণ ও জলসেচের উদ্দেশ্যে ঝাড়খণ্ডের দুমকার কাছে ম্যাসাঞ্জোরে ময়ূরাক্ষী নদীর ওপর কানাডা বাঁধ ( এটি কানাডা সরকারের অর্থানুকূল্যে নির্মিত ) এবং পশ্চিমবঙ্গে বীরভূম জেলার সিউড়িতে তিলপাড়া ব্যারেজ নির্মাণ করা হয়েছে ।
এর ফলে ময়ূরাক্ষীর নিম্ন অববাহিকায় যেমন বন্যার প্রকোপ প্রশমিত হয়েছে তেমনি পশ্চিমবঙ্গের বীরভূম , বর্ধমান , মুরশিদাবাদ ও ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার প্রায় ৩ লক্ষ হেক্টর কৃষিজমি জলসেচের সুবিধা পেয়েছে । এছাড়া , এই পরিকল্পনার অধীনে কানাডা বাঁধ সংলগ্ন স্থানে একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে ।