ভূগোল

ভাকরা নাঙ্গাল পরিকল্পনা

ভাকরা নাঙ্গাল পরিকল্পনা

ভাকরা নাঙ্গাল পরিকল্পনা হল ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা । পাঞ্জাব এবং রাজস্থান সরকারের মিলিত প্রচেষ্টায় পরিকল্পনাটি রূপায়িত হয়েছে । ১৯৪৮ সালে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয় এবং ১৯৫১ সালে এর কাজ শুরু হয় । এই পরিকল্পনার অধীনে সিন্ধুর উপনদী শতদ্রুর ওপর ভাকরায় একটি ২২৬ মি উঁচু বাঁধ এবং এর ১৩ কিমি দক্ষিণে নাঙ্গালে আর একটি ২৯ মি উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে ।

বাঁধ দুটি থেকে প্রায় ১১০৪ কিমি প্রধান খাল এবং ৩৩৬০ কিমি শাখা খাল কাটা হয়েছে । এর ফলে পাঞ্জাব , হরিয়ানা ও রাজস্থানের প্রায় ১৪ লক্ষ হেক্টর কৃষিজমি জলসেচের সুবিধা পেয়েছে । এছাড়া এই পরিকল্পনার অধীনে ভাকরা , গাঙ্গুয়াল ও কোটলায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে , যেগুলির সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১২০৪ মেগাওয়াট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!