ভূগোল

ভারতীয় বিজ্ঞানী এবং তাদের আবিষ্কার

ভারতীয় বিজ্ঞানী এবং তাদের আবিষ্কার

Screenshot 2021 05 06 পোস্ট এডিট
ভারতীয় বিজ্ঞানী এবং তাদের আবিষ্কার
বিজ্ঞানীসময়আবিষ্কার
আর্যভট্ট ( জন্ম : 476 খ্রিঃ , মৃত্যু : 550 খ্রিঃ )550 খ্রিঃপৃথিবী গোল , দশমিক পদ্ধতি এবং শূন্য সংখ্যাটি
আচার্য প্রফুল্লচন্দ্র রায় ( জন্ম : 02.08.1861 খ্রিঃ , মৃত্যু : 16.06.1944 খ্রিঃ )1895 খ্রিঃমারকিউরিক নাইট্রেট
স্যার রোনাল্ড  রস (আলমোড়া ) ( জন্ম : 13. 05. 1857 খ্রিঃ , মৃত্যু : 16. 09. 1932 খ্রিঃ ) 1897 খ্রিঃম্যালেরিয়া রোগের কারণ । *** নোবেল পুরস্কার  : 1902 খ্রিঃ ( চিকিৎসাবিদ্যায় , ম্যালেরিয়া জীবাণু কীভাবে শরীরে প্রবেশ করে এবং কিভাবে এই জীবাণুকে ধ্বংস করা যায় ) ।  
সত্যেন্দ্রনাথ বসু   ( জন্ম : 01. 01. 1894 খ্রিঃ , মৃত্যু : 04. 02. 1924 খ্রিঃ ) 一বোসন  তত্ত্ব , ঘনীভূত কোয়ান্টাম মেকানিক্স , রাসায়নিক মৌল ‘ আই ড্রপ ‘ ইত্যাদি ।
চন্দ্রশেখর ভেঙ্কটরামন  ( জন্ম : 07. 11. 1888 খ্রিঃ , মৃত্যু : 21. 11. 1970 খ্রিঃ )1924 খ্রিঃআলোর  বিচ্ছুরণ ।  ***নোবেল পুরস্কার : 1930 খ্রিঃ ( পদার্থবিদ্যায় , আলোর বিচ্ছুরণের ওপর কাজের জন্য এবং রামন এফেক্ট আবিষ্কারের জন্য ) ।
**  এশিয়ার প্রথম নোবেল বিজয়ী পদার্থ বিঞ্জানী
ডঃ মেঘনাদ সাহা  (  জন্ম : 06. 10. 1893 খ্রিঃ , মৃত্যু : 16. 02. 1956 খ্রিঃ ) 一তাপীয় আয়নবাদ
ডঃ বিক্রম সারাভাই  ( জন্ম : 12. 08. 1919 খ্রিঃ , মৃত্যু : 30. 12.1971 খ্রিঃ ) 一ভারতে ঔষধ শিল্পের পথিকৃৎ , কসমিক রে নিয়ে গবেষণা করেন ।
ডঃ হরগোবিন্দ খোরানা (জন্ম : 09.01.1922 খ্রিঃ ) 一জেনেটিক কোড
*** নোবেল পুরস্কার : 1968 খ্রিঃ ( চিকিৎসাবিজ্ঞানে । জেনেটিক কোড আবিষ্কারের জন্য ) ।
ডঃ হোমি জাহাঙ্গির ভাবা  ( জন্ম : 30. 10. 1909 খ্রিঃ , মৃত্যু : 24. 01. 1966 খ্রিঃ )1937 খ্রিঃকোয়ান্টাম থিওরি বিষয়ে গবেষণা ।
প্রশান্ত চন্দ্র মহলানবীশ  ( জন্ম : 29.06.1893 খ্রিঃ , মৃত্যু : 28.06.1972 খ্রিঃ ) 一পরিসংখ্যান বিজ্ঞানে গবেষণার পথিকৃৎ । ** ISI প্রতিষ্ঠা করেন : 17. 12. 1931 ( কলকাতায় ) ।
আচার্য জগদীশ চন্দ্র বসু   ( জন্ম : 30.11.1858 খ্রিঃ , মৃত্যু : 23.11.1937 খ্রিঃ )10.05.1901গাছের প্রাণ থাকার কথা ,ক্রেসকোগ্রাফ
এ. পি. জে. আব্দুল কালাম  ( জন্ম : 15.10.1931 খ্রিঃ , মৃত্যু : 27.07.2015 ) 一ভারতের মিসাইল সূচির জনক । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!