পরিমাপের একক ও বিভিন্ন পরিমাপক যন্ত্র

পরিমাপের একক ও বিভিন্ন পরিমাপক যন্ত্র

কিউরি : তেজস্ক্রিয়তার একক ।

দূরবীন : দূরের জিনিষকে সুস্পষ্ট করে দেখবার যন্ত্র ।

ক্যালরি : তাপের একক । 1 গ্রাম জলের 1° সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়ােজন হয় তাকে ক্যালরি বলে ।

ক্রোনােমিটার : জাহাজের সঠিক অবস্থান নির্ণয় – এর ব্যবহৃত যন্ত্র ।

নট : জাহাজের গতিবগ নির্ণয়ের যন্ত্র । ( 1 নট = 1.9 কিমি / ঘন্টা ) ।

আলোকবর্ষ : এক বছরের আলাে যে দূরত্ব অতিক্রম করে ( 1800 মাইল প্রতি ঘন্টা বেগে ) । 1 আলােকবর্ষ = 9.46 x 1012 কিমি ।

অনুবীক্ষণ : ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্র ।

নটিক্যাল মাইল : নৌবিদ্যায় ব্যবহৃত দূরত্বের একক । এক নটিক্যাল মাইল = 1.825 কিমি বা 6,080 ফুট ( প্রায় ) দূরত্ব ।

থার্মোমিটার : তাপমাত্রা পরিমাপ করা হয় এই যন্ত্র দ্বারা ।

ম্যাক : সুপার সােনিক গতি মাপার একক । ( 1 ম্যাক = 1000 কিমি ) ।

লাক্স : দীপন প্রাবল্য পরিমাপের একক ।

কিলােওয়াট পিক : সৌরবিদ্যুৎ এর একক ।

বিউফোর্ট স্কেল : বায়ুর গতিবেগ মাপবার একক ।

রিখটার স্কেল : ভূমিকম্পের মাত্রা ( 1 – 10 পর্যন্ত ) মাপার যন্ত্র ।

মার্কেল্লি স্কেল : ভূমিকম্পের মাত্রা ( 1 – 12 পর্যন্ত ) মাপার যন্ত্র ।

ফুজিতা স্কেল : টর্ণেডাে মাপার যন্ত্র ।

হাবল ( Hubble ) : মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ।

জেমস ওয়েব : মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র । ( আমেরিকা , ২০১৮ সালে এই কাজটি শুরু করেছে ) ।

স্কোভিল হিট ইউনিট  : লঙ্কার ঝাল মাপবার একক । ( ভূত জোলাকিয়া নামক নাগা লঙ্কা বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা যার পরিমাপ 1,001,304 স্কোভিল হিট ইউনিট ) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!