কৃষি বিপ্লব কাকে বলে
কৃষি বিপ্লব কাকে বলে

১৯৭০ -এর দশকে পাঞ্জাব , হরিয়ানা প্রভৃতি রাজ্যে সবুজ বিপ্লবের মাধ্যমে গম উৎপাদন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধান , ভুট্টা , আলু প্রভৃতি ফসল চাষের ক্ষেত্রেও আধুনিক কৃষি পদ্ধতি গুলির প্রয়ােগ শুরু হয় এবং ভারতের অন্যান্য অঞ্চলে , যেমন — উত্তরপ্রদেশের পূর্বাংশ , বিহার সমভূমি , পশ্চিমবঙ্গ , রাজস্থান , কাবেরী ও গােদাবরী বদ্বীপ অঞ্চল প্রভৃতি জায়গায় কৃষির আধুনিকীকরণ হতে থাকে । এর ফলে শুধু গম নয় , ১৯৮০ -এর দশকে সামগ্রিকভাবে কৃষিকাজের ক্ষেত্রেই এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় । একে কৃষি বিপ্লব আখ্যা দেওয়া হয় । প্রকৃতপক্ষে , সবুজ বিপ্লব এবং কৃষি বিপ্লব একই অর্থে ব্যবহৃত হয় এবং এই দুয়ের মূল বৈশিষ্ট্য বছরের পর বছর ধরে ধারাবাহিক ভাবে দ্রুতহারে কৃষিজ ফসল উৎপাদনের পরিমাণগত ও গুণগত মান বৃদ্ধি ।
সবুজ বিপ্লব এবং কৃষি বিপ্লব ভারতীয় কৃষির গুণগত ও পরিমাণগত উন্নয়ন ঘটালেও বা ভারতীয় কৃষিতে কিছুটা গতিশীলতা সঞ্চার করলেও এর কিছু সীমাবদ্ধতা আছে । কারণ যেসব উপকরণের মাধ্যমে সবুজ বিপ্লব এবং কৃষি বিপ্লব সংগঠিত হয়েছিল , যেমন — উচ্চফলনশীল বীজ , রাসায়নিক সার , কীটনাশক ওষুধ , উন্নত জলসেচ ব্যবস্থা , কৃষি যন্ত্রপাতির ব্যবহার প্রভৃতি ভারতের সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি । এজন্য সবুজ বিপ্লব এবং কৃষি বিপ্লবের সুফল শুধুমাত্র কয়েকটি উৎপাদনের ক্ষেত্রে এবং দেশের কয়েকটি অঞ্চলের কৃষিকাজের মধ্যে প্রতিফলিত হয়েছে ।