বায়ু দূষণ প্রতিরোধের উপায়
Contents
বায়ু দূষণ প্রতিরোধের উপায়

বায়ুমণ্ডলের মধ্যে যখন দূষিত ধোঁয়া , গ্যাস , গন্ধ , বাষ্প প্রভৃতি অনিষ্টকর উপাদানের সমাবেশ ঘটে এবং যার ফলে মানুষ , জীবজন্তু ও উদ্ভিদ জগতের ক্ষতি সাধিত হয় , তখন তাকে বায়ু দূষণ বলে । এই বায়ু দূষণ প্রতিরোধের বা প্রতিকারের বা নিয়ন্ত্রণের উপায় অর্থাৎ বাতাসকে দূষণ মুক্ত রাখার উপায় গুলি হল—
শাস্তিদান ও সচেতনতা বৃদ্ধি
ভারত সরকারের বায়ু দূষণ প্রতিরােধ ও নিয়ন্ত্রণ আইন ( 1981 ) অনুযায়ী দূষণকারীদের কঠোর শাস্তি দেওয়া ও সেইসঙ্গে বায়ু দূষণের কুফল সম্বন্ধে মানুষের সচেতনতা বৃদ্ধি করা ।
বিশুদ্ধ জ্বালানির ব্যবহার
কলকারখানা ও যানবাহনে জ্বালানি হিসেবে সালফারহীন কয়লা , সিসাহীন পেট্রোল-ডিজেল এবং তরল পেট্রোলিয়াম গ্যাস ইত্যাদির ব্যবহার বাধ্যতামূলক করা ।
অপ্রচলিত শক্তির ব্যবহার
কয়লা , পেট্রোল , ডিজেলের পরিবর্তে সৌর শক্তি , জলবিদ্যুতের ব্যবহার বাড়ানাে দরকার ।
বায়ু পরিশােধক যন্ত্রপাতি স্থাপন
উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি বিভিন্ন বায়ু পরিশােধক যন্ত্রপাতি কলকারখানায় ও গাড়িতে ব্যবহার বাধ্যতামূলক করা ।
বনসৃজন
নিয়মিত বৃক্ষরােপণ ও বনসৃজনের ব্যবস্থা করা এবং এর সুফল সম্বন্ধে জনগণকে সচেতন করা । বনসৃজনের মাধ্যমে বাতাসের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস ও সেইসঙ্গে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় ।
শিল্প স্থাপন ও যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ
দূষণ সৃষ্টিকারী সমস্ত কলকারখানাকে বসতি অঞ্চলের বাইরে একটি নির্দিষ্ট অঞ্চলে স্থাপন করা ও এর চারদিকে বনভূমি তৈরি করা । এ ছাড়া যানবাহন যাতে উচ্চগতিতে একটানা অনেকক্ষণ একইভাবে চলতে পারে তার ব্যবস্থা করা ।
Very good answer