জল দূষণের প্রতিকারের উপায়

Contents

জল দূষণের প্রতিকারের উপায়

বিভিন্ন পদ্ধতিতে দূষিত জলকে পরিশ্রত করে ব্যবহার করা যায় । যেমন— 

প্রযুক্তিগত উপায়ে জল পরিশােধন 

উন্নত প্রযুক্তির সাহায্যে আবর্জনা প্রক্রিয়াকরণ প্ল্যান্ট ( Waste processing plant ) বসিয়ে কলকারখানা , হাসপাতাল , পৌরসংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের দূষিত জল ও আবর্জনাকে জীবাণু মুক্ত ও পরিশােধন করে নদনদী ও সমুদ্রে নিষ্কাশন করতে হবে । 

কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হ্রাস  

কৃষি জমিতে রাসায়নিক সার , কীটনাশক ও আগাছা নাশক ওষুধের ব্যবহার কমালে কৃষিজমি থেকে ধুয়ে আসা জলে দূষক পদার্থ কম থাকবে , তাহলে জলের দূষণ অনেক কম হবে । 

উ‌ষ্ণ জল শীতলীকরণ 

তাপ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং লােহা-ইস্পাত ইত্যাদি শিল্পকেন্দ্র গুলির প্রচণ্ড গরম জলকে ঠান্ডা করে নদী বা সমুদ্রে ফেললে জলের ভৌত ধর্ম বজায় থাকে । 

খনিজ তেল উত্তোলন ও পরিবহনে সতর্কতা অবলম্বন 

সমুদ্রের অগভীর অংশ থেকে খনিজ তেল উত্তোলন ও জাহাজে করে পরিবহনের সময় যাতে তেল সমুদ্রের জলে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে নজর রাখতে হবে । 

মানুষের দৈনন্দিন কাজে জলের অপব্যবহার রোধ 

জলাশয় বা নদনদীতে কাপড় কাচা , গবাদি পশুর স্নান ও প্রতিমা বিসর্জন বন্ধ করলে জল দূষণ হ্রাস পায় । 

অন্যান্য 

এ ছাড়া কঠোর আইন প্রণয়ন ও তা বলবৎ এবং বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে দূষণের কারণে জলের ক্রমবর্ধমান অভাব সম্বন্ধে মানুষের সচেতনতা বৃদ্ধি করলে জল দূষণ অবশ্যই হ্রাস পাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!