ভূগোল

মাটি দূষণের ফলাফল

মাটি দূষণের ফলাফল 

মাটিতে অবাঞ্ছিত পদার্থ , যেমন রাসায়নিক সার , কীটনাশক , আগাছা নাশক , প্লাস্টিক , দৈনন্দিন আবর্জনা , কলকারখানার বর্জ্য পদার্থের অবিয়ােজিত বা অর্ধবিয়ােজিত অংশ ইত্যাদি মিশে মাটির গুণাবলি বা ধর্ম এবং পুষ্টি মৌলকে নষ্ট করলে যখন মানুষ ও পরিবেশের ক্ষতি হয় , তখন তাকে মাটি দূষণ বা ভূমি দূষণ বলে ।

মাটি বা ভূমি দূষিত হলে তার দূষণের প্রভাব বা ফলাফল পরােক্ষভাবে জীবজগতের ওপর পড়ে । যেমন— 

1. রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে উর্বরতা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া , কেঁচো ইত্যাদি মারা যায় । 

2. তেজস্ক্রিয় পদার্থ নানাভাবে মানুষের শরীরে প্রবেশ করে জিনের গঠনগত পরিবর্তন ঘটায় এবং ক্যানসার প্রভৃতি দুরারােগ্য ব্যাধির সৃষ্টি হয় । 

3. রােগজীবাণু সংক্রামিত মাটি মানুষের শরীরে নানা রােগের সৃষ্টি করে । যেমন — পরজীবী থেকে আন্ত্রিক , রক্তাল্পতা , অ্যানথ্রাক্স , কিউ জ্বর , কলেরা , আমাশয় , টাইফয়েড ইত্যাদি হয় । 

4. ভূগর্ভস্থ জলের লবণ ক্রমাগত সঞ্চিত হলে মাটি ক্ষারকীয় বা লবণাক্ত ও অনুর্বর হয়ে ওঠে । 

6. মাটি দূষণের বা ভূমি দূষণের ফলে ডেট্রিভাের ও ডিকম্পােজার মারা গেলে হিউমাস গঠিত হতে পারে না , ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে এবং মাটির ক্ষয় হতে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!