অরণ্য ধ্বংসের ফলাফল বা প্রভাব

Contents

অরণ্য ধ্বংসের ফলাফল বা প্রভাব

climate change 2241061 1280 1
অরণ্য ধ্বংসের ফলাফল বা প্রভাব

বনভূমি হলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রধান উপাদান । তাই অরণ্য ধ্বংস হলে প্রাকৃতিক পরিবেশের ওপর খারাপ প্রভাব পড়ে । অরণ্য ধ্বংসের বা অরণ্য বিনাশের বা বনভূমি ধ্বংসের ফলাফল বা প্রভাব গুলি হলো 一

ভূমিক্ষয় বৃদ্ধি 

গাছের শিকড় মাটিকে ধরে রাখে । তাই গাছপালা ধ্বংস হলে ধৌতক্ষয় ও নালিক্ষয়ের মাধ্যমে ভূমিক্ষয়ের হার বেড়ে যায় । 

মাটির উর্বরতা হ্রাস 

উদ্ভিদ ধ্বংসের ফলে মাটিতে জৈব অবশেষ সঞ্চিত হয় না । ফলে হিউমাস তৈরি না হওয়ায় মাটি অনুর্বর ও উৎপাদন ক্ষমতাহীন হয়ে পড়ে । 

নদীর গভীরতা হ্রাস ও বন্যা 

ভূমিক্ষয়ের ফলে পলি সঞ্চিত হয়ে নদীগর্ভ ভরাট হয়ে আসে । ফলে একটানা প্রচুর বৃষ্টি হলে বন্যা দেখা দেয় । 

অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট  

বৃক্ষচ্ছেদনের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় ও অক্সিজেনের পরিমাণ কমে যায় । 

উষ্ণতা বৃদ্ধি ও বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস

অরণ্য বিনাশের ফলে বাতাসে জলীয় বাষ্প ও  কার্বন ডাই অক্সাইড -এর পরিমাণ বেড়ে যাওয়ায় উষ্ণতাও বৃদ্ধি পায় । একইসঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় । এরফলে জলবায়ুর পরিবর্তন ঘটে । 

প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ বৃদ্ধি 

বনভূমি বৃক্ষহীন হয়ে পড়লে খরা , বন্যা , ভূমিধস , ঝড়ঝঞ্জা , সামুদ্রিক জলােচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ বেড়ে যায় । 

মরুভূমির প্রসার 

বনভূমি মরুভূমির প্রসারকে বাধা দেয় । তাই এর ধ্বংস মরুভূমির বিস্তার ঘটায় । 

জলচক্রে ব্যাঘাত 

বনভূমির অভাবে ভৌমজলের ভাণ্ডারে টান পড়ে । ফলে জল প্রস্বেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে ফিরে যেতে পারে না । এভাবে জলের আবর্তন ব্যাহত হয় । 

বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট 

বনভূমি বিনাশের ফলে বহু অরণ্য প্রাণী আশ্রয়হীন হয়ে পড়ে ও তাদের মৃত্যু ঘটে । উদ্ভিদ ও প্রাণীর মধ্যেকার যােগসূত্র বিঘ্নিত হয় । ফলে বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীববৈচিত্র্য হ্রাস পায় ও পরিবেশের চরম অবক্ষয় ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!