ভূগোল

প্লাবন খাল ও নিত্যবহ খাল

প্লাবন খাল ও নিত্যবহ খাল

প্লাবন খাল কাকে বলে

কিছু কিছু নদী আছে যেগুলি কেবল বর্ষার প্লাবনে জলপূর্ণ হয় এবং বছরের অন্য সময় এগুলিতে জলের পরিমাণ যথেষ্ট কমে যায় । এইসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে প্লাবন খাল । নদীর মতাে প্লাবন খালগুলিতেও শুকনো  মরশুমে বিশেষ জল থাকে না । দক্ষিণ ভারতের নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে ওইসব নদী থেকে যেসব খাল কাটা হয় সেগুলির অধিকাংশই প্লাবন খাল । তাই গােদাবরী , কৃষ্ণা , কাবেরী প্রভৃতি নদীর উপত্যকায় প্লাবন খাল দেখা যায় । 

যেমন — কৃষ্ণা বদ্বীপ খাল , গােদাবরী বদ্বীপ খাল ও কাবেরী বদ্বীপ খাল প্রভৃতি । . 

নিত্যবহ খাল কাকে বলে

যেসব নদীতে সারাবছর জল থাকে সেইসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে নিত্যবহ খাল । নিত্যবহ খালের মাধ্যমে কৃষিজমিতে সারাবছরই জলসেচ করা যায় । তুষারগলা জলে পুষ্ট উত্তর ভারতের নদীগুলি নিত্যবহ বলে উত্তর ভারতেই নিত্যবহ খাল বেশি দেখা যায় । 

যেমন — উত্তরপ্রদেশের উচ্চ-গঙ্গা খাল ও নিম্ন-গঙ্গা খাল , পাঞ্জাবের পশ্চিম যমুনা খাল , উচ্চ-বারি দোয়ার খাল প্রভৃতি নিত্যবহ খালের উদাহরণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!