ভূগোল

আলো দূষণ কাকে বলে

আলো দূষণ কাকে বলে

প্রাকৃতিক নিয়মেই উদ্ভিদ ও প্রাণী দেহে দিনে ও রাতে দুটি ভিন্ন প্রকারের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সংঘঠিত হয় । প্রাণীজগতে দিনের বেলা খাদ্য সংগ্রহ ও অন্যান্য কাজ এবং রাতে বিশ্রামের সময় । গাছপালা দিনের বেলা অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং রাতে এর বিপরীতটি ঘটে । কিন্তু যখন রাতের বেলা জোরালাে বৈদ্যুতিক আলােয় উদ্ভিদ ও প্রাণীজগতের ওইসব স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যাহত হয় এবং প্যাচা সহ বিভিন্ন প্রকার নিশাচর প্রাণী , কীটপতঙ্গের স্বাভাবিক জীবনচর্যায় বাধা পড়ে , তখন তাকেই বলে আলো দূষণ । সাধারণত শহরাঞ্চলে এই আলো দূষণ বেশি লক্ষ করা যায় । 

দৃশ্য দূষণ

চোখ ও মনের পক্ষে ক্ষতিকারক যে-কোনাে দৃশ্যই দৃশ্য দূষণের অন্তর্ভুক্ত , যেমন — দেয়ালে লাগানাে যাত্রা , নাটক , চলচ্চিত্রের কুরুচিপূর্ণ বিজ্ঞাপন সমূহ দৃশ্য দূষণ সৃষ্টি করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!