ভূগোল

খাদর ও ভাঙ্গড় কাকে বলে

খাদর ও ভাঙ্গড় কাকে বলে

উত্তর ভারতের সমভূমি অঞ্চলে , বিশেষত গঙ্গা সমভূমিতে দু-ধরনের পলিমাটি দেখা যায়— ( ১ ) খাদর ও ( ২ ) ভাঙ্গড় ।

খাদর 

নদীর উভয় তীরের নতুন প্লাবনভূমিতে অর্থাৎ নদীর কাছাকাছি অঞ্চলে যে নতুন পলি দেখা যায় তাকে খাদর বলে । প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদর খুব উর্বর । এতে বালির ভাগ বেশি থাকে এবং রং ধূসর হয় । 

ভাঙ্গড় 

পুরােনাে পলিমাটির নাম ভাঙ্গড় । নদী থেকে কিছু দূরে পুরােনাে প্লাবনভূমিতে এই মাটি দেখা যায় । এই মাটিতে চুনজাতীয় পদার্থ বেশি থাকে । এর জলধারণ ক্ষমতা কম এবং রং গাঢ় হয় । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!