ভূগোল

নিরক্ষীয় বনাঞ্চল কাষ্ঠ শিল্পে উন্নত নয় কেন

Contents

নিরক্ষীয় বনাঞ্চল কাষ্ঠ শিল্পে উন্নত নয় কেন

নিরক্ষীয় বনাঞ্চল কাঠ শিল্পে অনুন্নত হওয়ার কারণ 一

দুর্গম বনভূমি 

নিরক্ষীয় বনভূমি প্রচন্ড ঘন ও গভীর হওয়ায় এই বনভূমির ভেতরে প্রবেশ করা কঠিন । তাই , কাষ্ঠ আহরণ প্রায় দুঃসাধ্য ।

বিভিন্ন প্রজাতির গাছ

নিরক্ষীয় বনভূমিতে একই প্রজাতির গাছ এক স্থানে পাওয়া যায় না । প্রয়ােজনীয় গাছ খুঁজতে হয় । এজন্য গভীর বনভূমিতে যেতে হয় , যা প্রায় অসাধ্য হয়ে ওঠে । এ ছাড়া বহু গাছ আছে যেগুলি অত্যন্ত নিকৃষ্ট শ্রেণির এবং তাদের বাণিজ্যিক গুরুত্ব কম । 

দীর্ঘকায় ও মােটা গাছ 

নিরক্ষীয় অরণ্যের গাছগুলি এত দীর্ঘ এবং এদের বেড় এত বেশি যে , সাধারণ করাত দিয়ে কাটা যায় না । গাছগুলি কাটার জন্য উন্নত যন্ত্রপাতির দরকার হয় , যা লতাগুল্মে ঢাকা বনের তলদেশ দিয়ে বয়ে নিয়ে যাওয়া খুব কঠিন । 

গাছ কাটতে অসুবিধা 

গাছ কাটার পর তাকে কাত করে ফেলা কঠিন হয় । এ ছাড়া একটি বড়ো গাছের ডালপালার আঘাতে অন্যান্য অনেক ছােটো ছােটো গাছ নষ্ট হয়ে যায় । 

পরিবহনের অসুবিধা 

নিরক্ষীয় অরণ্যের মাটি সব সময় ভিজে থাকে বলে রাস্তাঘাট তৈরি করা যায় না । ফলে , বনের ভেতর থেকে কাঠ পরিবহনের জন্য বড়াে ভারী যানবাহন ব্যবহার করা যায় না । আবার , অধিকাংশ কাঠ ভারী বলে জলপথে ভাসিয়ে আনা যায় না । 

বনভূমির তলদেশ লতাগুল্মে পূর্ণ 

নিরক্ষীয় অরণ্যের তলদেশ লতা , গুল্ম , আগাছায় পূর্ণ এবং মাটি নরম । তাই , মাটির ওপর দিয়ে কাঠ টেনে নিয়ে যাওয়া যায় না । 

প্রতিকূল পরিবেশ ও পোকামাকড়ের উপদ্রব 

ভিজে স‍্যাঁতসেঁতে পরিবেশ এবং বিষাক্ত সাপ ও কীটপতঙ্গের জন্য শ্রমিকদের পক্ষে বনভূমিতে কাঠ কাটা বিপজ্জনক ।

শ্রমিকের অভাব 

বনভূমি ও তার সংলগ্ন এলাকায় জনবসতি কম বলে উপযুক্ত শ্রমিক পাওয়া যায় না । 

অন্যান্য কারণ 

নিরক্ষীয় অঞ্চলের অর্থনৈতিক অবস্থা উন্নত নয় বলে কাষ্ঠ শিল্পের জন্য প্রয়ােজনীয় মূলধন , উন্নত যন্ত্রপতি পাওয়া যায় না । এ ছাড়া প্রাকৃতিক প্রতিকূলতার জন্য এই অঞ্চলে উন্নত পরিবহন ব্যবস্থাও গড়ে ওঠেনি । এই কারণে , কাঠের চাহিদা ও ব্যবহার কম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!