ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে
ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে
লাতিন শব্দ ‘ Later ’ থেকে ইংরেজিতে Laterite শব্দটির উৎপত্তি । Later– এর বাংলা প্রতিশব্দ ইট । দাক্ষিণাত্যের নীলগিরি , পশ্চিমঘাট ও কার্ডামম পার্বত্যভূমি , ওড়িশার পাহাড়ি এলাকা , ঝাড়খণ্ডের ছােটোনাগপুর মালভূমি প্রভৃতি অঞ্চলে ইটভাঙা সুরকির মতাে এক ধরনের লাল কাঁকুরে মাটি দেখা যায় । একে ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মাটি বলা হয় ।
ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য
ল্যাটেরাইট মৃত্তিকার কতকগুলি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য লক্ষ করা যায় , যেমন—
( ১ ) এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বলে লবণসহ অন্যান্য দ্রবণশীল পদার্থ মাটির নীচের স্তরে চলে যায় । এজন্য ল্যাটেরাইট মাটিতে লােহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি থাকে । লোহার উপস্থিতির জন্য ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় ।
( ২ ) কাঁকরপূর্ণ বলে এই মাটির জলধারণ ক্ষমতা বিশেষ নেই । এজন্য বিশেষ উর্বরও নয় ।
( ৩ ) সার প্রয়ােগ ও জলসেচের মাধ্যমে এই মাটিতে চা , রবার , কফি , ভুট্টা ও সামান্য ধান উৎপন্ন হয় ।