নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্য

Contents

নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্য

index 39
নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্য

নিরক্ষরেখার উভয়দিকে 10° অক্ষরেখা পর্যন্ত অর্থাৎ 10° উত্তর থেকে 10° দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য লক্ষ করা যায় । নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের চিরসবুজ অরণ্যের উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি হল— 

বৈচিত্র্যময় প্রজাতি 

এই বনভূমি অসংখ্য প্রজাতির গাছে পরিপূর্ণ । এত বেশি সংখ্যক প্রজাতি অন্য কোনাে বনাঞ্চলে দেখা যায় না । এই অরণ্যাঞ্চলে কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ জন্মায় । 

উদ্ভিদের দ্রুত বৃদ্ধি 

সমস্ত উদ্ভিদ খুব দ্রুত জন্মায় ও দ্রুত বাড়ে । কয়েক দিনের মধ্যে গাছগুলি দু-এক মিটার বেড়ে যায় । 

চিরগােধূলি অঞ্চল 

বনভূমি অত্যধিক ঘন এবং জঙ্গলে পরিপূর্ণ । বনভূমি এত ঘন যে , সূর্যালােক মাটি পর্যন্ত পৌঁছােতে পারে না । স্থানে স্থানে দিনের বেলায় যেন রাতের অন্ধকার নেমে আসে । তাই , এই বনাঞ্চলকে চিরগােধূলি অঞ্চল ( Land of Eternal Twilight ) বলে । 

আর্দ্র ও স্যাঁতসেঁতে বনভূমি 

এই বনভূমি আর্দ্র ও স্যাঁতসেঁতে , মাটি খুবই নরম । বনের মধ্যে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য । 

সূর্যালােক লাভের প্রতিযােগিতা 

গাছগুলি খুবই লম্বা হয় । সূর্যালােকের জন্য গাছগুলির মধ্যে এক অদৃশ্য প্রতিযােগিতা চলে এবং তারা দ্রুত লম্বা হয় । 

চিরসবুজ অরণ্য 

গাছের পাতাগুলি বেশ প্রশস্ত ও লম্বা হয় এবং সারা বছর ধরে সবুজ থাকে । তাই , এই অঞ্চলের বনভূমি চিরহরিৎ অরণ্য নামে পরিচিত । 

চাঁদোয়া সৃষ্টি 

গাছগুলি ডালপালা বিস্তার করে গায়ে গায়ে লেগে থাকে এবং খোলা ছাতার মতাে চাঁদোয়া ( canopy ) তৈরি করে । 

দূর্গম অরণ্য 

বনভূমির তলদেশ লতাগুল্ম , আগাছা ইত্যাদিতে পরিপূর্ণ থাকে । ফলে , বনের মধ্যে এক স্থান থেকে অন্যত্র যাওয়া দুষ্কর হয়ে ওঠে । এজন্য এই অরণ্য দুর্গম । 

অল্প জায়গায় বিভিন্ন প্রজাতির অনেক গাছের অস্তিত্ব 

এই অরণ্যে বিভিন্ন প্রজাতির গাছ পাশাপাশি জন্মায় । প্রতি হেক্টরে প্রায় 20 থেকে 40 টি প্রজাতির গাছ দেখা যায় । এজন্য গাছ নির্বাচন করা এবং তা কেটে ফেলা কষ্টসাধ্য । 

পরগাছার অস্তিত্ব 

গাছের শাখাপ্রশাখায় অর্কিড জাতীয় পরগাছা জন্মায় । এক গাছ থেকে অন্য গাছে মােটা কাছির মতাে লতানে গাছ বিস্তৃত হয় । এদের লায়না বলে । এক-একটি লায়না কয়েক কিলােমিটার দীর্ঘ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!