ভূগোল

আল্পীয় উদ্ভিদ কাকে বলে

আল্পীয় উদ্ভিদ কাকে বলে

পূর্ব হিমালয়ের ৪০০০ মিটার এবং পশ্চিম হিমালয়ের ৩২০০ মিটার উচ্চতা অর্থাৎ সরলবর্গীয় অরণ্যের পর প্রায় ৪৫০০ মিটার উচ্চতায় পূর্ব এবং পশ্চিম হিমালয়ে জুনিপার , রডােডেনড্রন , লার্চ , ভুর্জ , নানারকমের তৃণ এবং গুল্ম জন্মায় । এইসব উদ্ভিদকে একসঙ্গে আল্পীয় উদ্ভিদ বলে । 

এখানকার উদ্ভিদগুলি খুব ছােটো ছােটো । তলদেশের ছোট তৃণ বা গুল্ম জন্মায় । কোথাও কোথাও শুধু তৃণ ও গুল্মের বিস্তীর্ণ মাঠ সৃষ্টি হয় । এখানে নরম ও হালকা কাঠের বৃক্ষ জন্মায় । ইউরােপের আল্পস পার্বত্য অঞ্চলে এই ধরনের উদ্ভিদ বিস্তৃত অঞ্চল জুড়ে দেখা যায় বলে এদের আল্পীয় উদ্ভিদ বলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!