ভূগোল

ভূমধ্যসাগরীয় অরন্যের বৈশিষ্ট্য

ভূমধ্যসাগরীয় অরন্যের বৈশিষ্ট্য

ভূমধ্যসাগরীয় জলবায়ু উষ্ণ নাতিশীতাে‌ষ্ণ প্রকৃতির । এখানে বার্ষিক গড় উষ্ণতা 10° থেকে 25° সে থাকে এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেমি থেকে 90 সেমি । শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে । গ্রীষ্মকাল শুষ্ক ও উষ্ণ । গ্রীষ্মের উষ্ণতা ও শুষ্কতাকে সহ্য করার জন্য বা পরিহার করার জন্য এই জলবায়ু অঞ্চলের গাছগুলির পাতা , কাণ্ড , বাকল , মূল প্রভৃতি অন্যান্য জলবায়ু অঞ্চলের উদ্ভিদ অপেক্ষা আলাদা রকমের হয় । গ্রীষ্মের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য গাছগুলি বিশেষ পন্থা গ্রহণ করে । যেমন— 

1. গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত । গাছের ছাল পুরু ও মােটা । পাতায় মােমের মতাে আস্তরণ থাকে । 

2. শুষ্ক গ্রীষ্মকালে গাছের বীজ যাতে শুকিয়ে নষ্ট না হয় , সেজন্য গাছের ফলগুলি রসালাে হয় । এই অঞ্চলের সমস্ত ফল টক-মিষ্টি প্রকৃতির । 

3. গাছগুলি বিশেষ দীর্ঘ নয় , মাঝারি উচ্চতা বিশিষ্ট । অরণ্য হালকা ও ঝােপঝাড় যুক্ত । 

4. ভূমধ্যসাগরীয় বনভূমির গাছগুলির পাতা বড়াে এবং চিরসবুজ ।

One thought on “ভূমধ্যসাগরীয় অরন্যের বৈশিষ্ট্য

  • Nabodip Das

    ভালো লাগলো

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!