কৃষি বনসৃজন কাকে বলে
কৃষি বনসৃজন কাকে বলে

খাদ্যশস্য উৎপাদন এবং অথবা পশু প্রতিপালনের সঙ্গে সঙ্গে গাছপালা , লতাগুল্ম প্রভৃতির বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে পারস্পরিক সুবিধালাভের উদ্দেশ্যে যে সংযুক্ত কার্যপ্রণালী গ্রহণ করা হয় তাকে কৃষি বনসৃজন বলে ।
কৃষি বনসৃজন এর উদ্দেশ্য
কৃষি বনসৃজনের মূল উদ্দেশ্য হল —
অধিকতর বৈচিত্র্যপূর্ণ , উৎপাদনশীল , লাভজনক , স্বাস্থ্যপ্রদ ও অবাধ ভূমি ব্যবহার ব্যবস্থা সৃষ্টি করা । এই উদ্দেশ্যে এক সঙ্গে কৃষি প্রযুক্তি ও বনসৃজন প্রযুক্তিকে প্রয়ােগ করা হয় । কৃষি বনসৃজন ব্যবস্থায় কৃষিকাজের পাশাপাশি উদ্দেশ্য প্রণােদিতভাবে বৃক্ষ বা লতাগুল্ম লাগানাে হয় , অথবা অরণ্যভিত্তিক কাজকর্মের সঙ্গে লাক্ষাকীট , রেশমকীট , মৌমাছি ইত্যাদি প্রতিপালন করা হয় । সর্বাধিক উৎপাদন পেতে এবং এই ব্যবস্থায় অনুকূল ফল লাভের জন্য দরকার এ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান , যত্ন সহকারে প্রজাতি নির্বাচন এবং উদ্ভিদ ও শস্যের জন্য দক্ষ পরিচালনা ব্যবস্থা ।