ভূগোল

পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন

পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন

সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে , পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয় । এরফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় । একে বলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত । ( পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢালে বা অনুবাত ঢালে পৌঁছায় , তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায় । তা ছাড়া ওপর থেকে নীচে নামে বলে বায়ুর উষ্ণতাও বেড়ে যায় । এজন্য বিপরীত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং ওই এলাকাটিকে বলে বৃষ্টিচ্ছায় অঞ্চল ।)

আরব সাগরের ওপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরাসরি এসে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয় । এরফলে পশ্চিমঘাটের পশ্চিম ঢালে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় । ( কিন্তু পশ্চিমঘাটের পূর্ব ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে দাক্ষিণাত্যের অভ্যন্তরে কম বৃষ্টিপাত হয় । )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!