ভূগোল

মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝায়

মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝায়

গ্রীষ্মকালের শেষের দিকে , বিশেষত মে মাসে উত্তর-পশ্চিম ভারতে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয় । এই নিম্নচাপের আকর্ষণে সুদুর ভারত মহাসাগরের উচ্চচাপ এলাকা থেকে আর্দ্র বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগর হয়ে ভারতে প্রবেশ করে । দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসে বলে এই বায়ু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নামে পরিচিত । গ্রীষ্মের অসহ্য গরমের মধ্যে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আকস্মিকভাবেই ভারতে প্রবেশ করে । আকাশ মেঘে ঢাকা পড়ে , শুরু হয়ে যায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ । এইভাবে , হঠাৎই বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে ভারতে যে বর্ষাকালের সূচনা ঘটে , তাকে মৌসুমি বিস্ফোরণ ( burst of monsoon ) নামে আখ্যায়িত করা হয় ।

One thought on “মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝায়

  • Nasrulla Faiz Molla

    very good answer

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!