ভূগোল

ভারতের জলবায়ুতে অরণ্যের অবদান

ভারতের জলবায়ুতে অরণ্যের অবদান

ভারতের জলবায়ুতে অরণ্যের যথেষ্ট অবদান লক্ষ করা যায় , যেমন— 

( ১ ) যেহেতু অরণ্যভূমির গাছপালা থেকে প্রস্বেদন প্রক্রিয়ায় জলীয় বাষ্প নির্গত হয় , তাই অরণ্যভূমির জলবায়ু আর্দ্র হয় , যা বৃষ্টিপাতে সাহায্য করে । ভারতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে গভীর অরণ্য থাকায় ওইসব অঞ্চলে বেশি বৃষ্টিপাতের অনুকূল অবস্থা সৃষ্টি করে । 

( ২ ) গভীর অরণ্যভূমি আচ্ছাদনের কাজ করে বলে মাটিতে রােদ বা সূর্যালােকের প্রখরতা অনুভূত হয় না । উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল , পশ্চিমঘাটের পশ্চিম ঢাল , সুন্দরবন প্রভৃতি অঞ্চলে গভীর বনভূমি থাকায় আশপাশের এলাকা সমূহের তুলনায় ওইসব অঞ্চলে উষ্ণতা কম থাকে । অপরদিকে , উত্তর ভারতের সমভূমি অঞ্চল , উত্তর-পশ্চিম ভারত এবং দাক্ষিণাত্য মালভূমির অভ্যন্তরভাগে অরণ্যভূমি বিশেষ না থাকায় উষ্ণতা যথেষ্ট বেশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!