ভূগোল

করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন

করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন

করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দু-বার বৃষ্টিপাত হয় । প্রথমবার , জুন-জুলাই মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে যখন সারা দেশে বৃষ্টিপাত হয় তখন স্বাভাবিকভাবে করমন্ডল উপকূল তথা তামিলনাড়ুতেও বৃষ্টিপাত হয় । দ্বিতীয়বার , শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ুর উপকূলে বৃষ্টিপাত হয় । উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শুষ্ক বলে তা যখন উত্তর ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয় , তার মাধ্যমে তখন বৃষ্টিপাত হয় না । কিন্তু উত্তর ভারত পেরিয়ে ওই বায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প শোষণ করে । ফলে এই বায়ু যখন করমন্ডল উপকূলে পৌঁছোয় তখন সেখানে কিছু বৃষ্টিপাত হয় ।

5 thoughts on “করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!