ভূগোল

ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন

ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন

মৌসুমি ’ শব্দটির উৎপত্তি আরবি শব্দ ‘ মৌসিম্ ’ থেকে । আরবি ভাষায় ‘ মৌসিম্ ’ শব্দের অর্থ ঋতু । ঋতু অনুসারে প্রবাহিত বায়ুকে বলে মৌসুমি বায়ু । ভারতের জলবায়ু মৌসুমি বা ঋতুকালীন বায়ুপ্রবাহের মাধ্যমে খুব বেশি প্রভাবিত হয় । গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে শীতল ও শুদ্ধ উত্তর-পূর্ব মৌসুমি বায়ু — এই দুই বিপরীতধর্মী বায়ুপ্রবাহের মাধ্যমে ভারতের জলবায়ুতে বিপরীতধর্মী দুটি প্রধান ঋতু সৃষ্টি হয় — একটি আর্দ্র গ্রীষ্মকাল এবং অপরটি শুষ্ক শীতকাল । আবার এই দুটি মৌসুমি বায়ুর চক্রাকারে পরিবর্তনই ভারতের জলবায়ুতে ঋতুচক্র সৃষ্টি করে । এজন্যই মৌসুমি বৈশিষ্ট্য যুক্ত ভারতের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বা ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!