ভূগোল

উত্তর সরকার উপকূল বলতে কী বোঝো

উত্তর সরকার উপকূল বলতে কী বোঝো

বঙ্গোপসাগর সংলগ্ন ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশের নাম হলো উত্তর সরকার উপকূল । উত্তর দিকে সুবর্ণরেখা নদীর মােহনা থেকে দক্ষিণ দিকের কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত উত্তর সরকার উপকূল বিস্তৃত । অর্থাৎ উত্তর সরকার উপকূল গঠিত সমগ্র ওড়িশা উপকূল এবং অন্ধ্র উপকূলের উত্তরাংশ নিয়ে । এই উপকূলেই আছে মহানদী , গােদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ  এবং বিখ্যাত চিল্কা ও কোলেরু হ্রদ । হ্রদগুলি মৎস্য শিকার ক্ষেত্ররূপে এবং বদ্বীপগুলি কৃষিক্ষেত্র হিসাবে বিখ্যাত । এই উত্তর সরকার উপকূলে ভারতের দুটি প্রধান বন্দর পারাদীপ এবং বিশাখাপত্তনম অবস্থিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!