মালাবার উপকূল বলতে কী বোঝো
মালাবার উপকূল বলতে কী বোঝো

আরব সাগর সংলগ্ন ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণাংশের নাম মালাবার উপকূলীয় সমভূমি । কেরালা রাজ্যের অন্তর্গত এই সমভূমিটি প্রায় ৫০০ কিমি দীর্ঘ । কান্নানােড় থেকে একেবারে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত মালাবার উপকূলের সমভূমি বিস্তৃত । উত্তরাংশের কোঙ্কণ সমভূমি বা কর্ণাটক সমভূমির তুলনায় মালাবার সমভূমি যথেষ্ট চওড়া , গড়ে প্রায় ২৫ কিমি ।
মালাবার সমভূমির একটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল , এখানকার বড়াে বড়াে উপহ্রদ বা লেগুন । এগুলিকে ব্যাকওয়াটার ( backwater ) – ও বলে । অবশ্য স্থানীয় অধিবাসীরা এইসব উপহ্রদকে বলে ‘ কয়াল ’ । কোচিন বা কোচির কাছে ৮০ কিমি দীর্ঘ ভেমবানাদ কয়াল এবং কুইলনের কাছে অষ্টমুদি কয়াল এই ধরনের দুটি মনােরম উপহ্রদ । মালাবার সমভূমিতে প্রচুর পরিমাণে এলাচ , লবঙ্গ প্রভৃতি উৎপাদিত হয় এবং এখানেই গড়ে উঠেছে ভারতের অন্যতম প্রধান বন্দর কোচিন বা কোচি ।