কোঙ্কণ উপকূল বলতে কী বোঝো
কোঙ্কণ উপকূল বলতে কী বোঝো
ভারতের আরব সাগরীয় উপকূল ভূমি বা পশ্চিম উপকূলের সমভূমির যে অংশটি মহারাষ্ট্রের উত্তর সীমা অর্থাৎ সুরাতের কিছুটা দক্ষিণ থেকে গােয়া পর্যন্ত বিস্তৃত , তাকে বলে কোঙ্কণ উপকূল । প্রধানত মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত হলেও কোঙ্কণি ভাষাভাষী মানুষের বাসভূমি বলে এলাকাটি কোঙ্কণ সমভূমি নামে পরিচিত । কোঙ্কণ সমভূমি প্রায় ৫০০ কিমি দীর্ঘ , তবে খুব সংকীর্ণ , প্রস্তরময় এবং ভগ্ন । ভারতের অন্য কোনাে উপকূলভূমি এত ভগ্ন নয় । এছাড়া উপকূলের কোনাে কোনাে এলাকা বালি ঢাকা এবং চুনাপাথর দ্বারা গঠিত । ভারতের অন্যতম বৃহৎ বন্দর মুম্বাই এখানেই অবস্থিত । সর্বাধুনিক জওহরলাল নেহরু বন্দর এখানে গড়ে তােলা হয়েছে ।