ভূগোল

খাদার ও ভাঙ্গার কাকে বলে

খাদার ও ভাঙ্গার কাকে বলে

উত্তর ভারতে গঙ্গা সমভূমি অঞ্চলের অধিকাংশ এলাকাই পলি গঠিত । গঙ্গা এবং তার বিভিন্ন উপনদী বাহিত পলি ধীরে ধীরে সঞ্চিত হয়ে এই সমভূমির সৃষ্টি হয়েছে । এর মধ্যে যেসব এলাকা নতুন পলি গঠিত সেগুলিকে বলে খাদার । আর যেসব স্থান প্রাচীন পলি গঠিত তাদের বলে ভাঙ্গার । এজন্য নদী তীরবর্তী এলাকায় ‘ খাদার ’ ভূমি এবং নদী থেকে যথেষ্ট দূরে ‘ ভাঙ্গার ’ ভূমি দেখা যায় । নতুন পলি গঠিত বলে ভাঙ্গরের তুলনায় খাদর বেশি উর্বর হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!