ডেকান ট্রাপ কী

ডেকান ট্রাপ কী

Screenshot 2021 04 27 deccan trap Google সার্চ
ডেকান ট্রাপ কী

দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশ লাভা মালভূমি নামে পরিচিত । এই অঞ্চলটি লাভা শিলা দ্বারা গঠিত । প্রায় ৬ থেকে ১৩ কোটি বছর আগে ভূগর্ভস্থ উত্তপ্ত পদার্থ বা ম্যাগমা ভূপৃষ্ঠে কোনাে বিস্ফোরণ না ঘটিয়ে হাজার হাজার সুড়ঙ্গ বা ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে লাভা-প্রবাহরূপে এই অঞ্চলটিকে ঢেকে ফেলে । তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত ব্যাসল্ট শিলায় পরিণত হয়েছে । তরল লাভা জমাট বেঁধে তৈরি হয়েছে বলে এই অঞ্চলটি সাধারণভাবে সমতল এবং পর্বতের চূড়া বা মাথাগুলি চ্যাপটা ।

লাভা গঠিত এই মালভূমির আর এক নাম ডেকান ট্র্যাপ । ‘ ট্র্যাপ ’ একটি সুইডিশ শব্দ । এর বাংলা প্রতিশব্দ ‘ ধাপ ’ বা ‘ সিঁড়ি ’। সমগ্র মালভূমিটি পশ্চিমদিক থেকে পূর্বদিকে সিঁড়ির মতাে ধাপে ধাপে নেমে গেছে । এজন্য এই লাভা মালভূমিকে ডেকান ট্র্যাপও বলে ।

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!