ভূগোল

একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত এবং কেন

একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত এবং কেন

পৃথিবীর যে জায়গা যখন চাঁদের সামনে আসে সেই জায়গার জল চাঁদের আকর্ষণে খুব বেশি ফুলে ওঠে । একে বলে মুখ্য জোয়ারপৃথিবীর কোনাে একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা ৫২ মিনিট হয় , কারণ — পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে প্রায় ২৭ দিন । পৃথিবী যখন ২৪ ঘণ্টায় একবার নিজের মেরুদণ্ডের চারদিকে আবর্তন করে তখন চাঁদ নিজের অক্ষের ১/২৭ অংশ বা ৩৬০° ÷ ২৭ = ( প্রায় ) ১৩° পথ এগিয়ে যায় । এই ১৩° পথ অতিক্রম করতে পৃথিবীর আরও ( ১৩° x ৪ মিনিট ) ৫২ মিনিট সময় লাগে ।

সুতরাং , পৃথিবীর যে-কোনাে স্থান ২৪ ঘণ্টা ৫২ মিনিট পরে একবার করে চাঁদের সামনে আসে । এজন্য কোনাে একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধানও হয় ২৪ ঘণ্টা ৫২ মিনিট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!