বান বা বানডাকা বলতে কী বােঝ

বান বা বানডাকা বলতে কী বােঝ

shamshan
বান বা বানডাকা বলতে কী বােঝ

জোয়ারের সময় সমুদ্রের জলরাশি স্ফীত হলে সমুদ্রের জল মােহনা দিয়ে দ্রুত নদীতে প্রবেশ করে , এরফলে নদীতে জলও তখন বৃদ্ধি পায় । এইভাবে জোয়ারের জল নদীতে আসার সময় , কখনও কখনও অত্যধিক উঁচু ( ৫-৭ মিটার ) হয়ে প্রবল বেগে নদীতে প্রবেশ করে , একেই বান বা বানডাকা বলা হয় । 

কতকগুলি বিশেষ কারণে নদীতে বান খুব প্রবল হয় , যেমন— 

( ১ ) তেজ কোটালের সময় , 

( ২ ) নদীর মােহনায় চড়া থাকলে , 

( ৩ ) নদীর স্রোতে বা অন্যভাবে জোয়ারের জল প্রবেশ করার সময় বাধা পেলে , 

( ৪ ) নদীর মুখ ফানেল আকৃতির মতো হলে এবং 

( ৫ ) নদী জলপূর্ণ থাকলে ।

বর্ষাকালে ভরা কটাল এর দিন ভাগীরথী হুগলি নদীর বান খুব উঁচু হয় , কখনো কখনো ৬ থেকে ৮ মিটার পর্যন্ত উঁচু হয় । একে ষাঁড়াষাঁড়ি বান  বলা হয় ।

One thought on “বান বা বানডাকা বলতে কী বােঝ

  • February 25, 2023 at 3:21 am
    Permalink

    ভরা কোটালের সময় সমুদ্রের জলস্ফিতি বেশি হওয়ায় নদী মোহনার মধ্য দিয়ে জল প্রবল বেগে উৎস অভিমুখে প্রবাহিত হয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটনাকে বান ডাকা বলে।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!