বান বা বানডাকা বলতে কী বােঝ
বান বা বানডাকা বলতে কী বােঝ

জোয়ারের সময় সমুদ্রের জলরাশি স্ফীত হলে সমুদ্রের জল মােহনা দিয়ে দ্রুত নদীতে প্রবেশ করে , এরফলে নদীতে জলও তখন বৃদ্ধি পায় । এইভাবে জোয়ারের জল নদীতে আসার সময় , কখনও কখনও অত্যধিক উঁচু ( ৫-৭ মিটার ) হয়ে প্রবল বেগে নদীতে প্রবেশ করে , একেই বান বা বানডাকা বলা হয় ।
কতকগুলি বিশেষ কারণে নদীতে বান খুব প্রবল হয় , যেমন—
( ১ ) তেজ কোটালের সময় ,
( ২ ) নদীর মােহনায় চড়া থাকলে ,
( ৩ ) নদীর স্রোতে বা অন্যভাবে জোয়ারের জল প্রবেশ করার সময় বাধা পেলে ,
( ৪ ) নদীর মুখ ফানেল আকৃতির মতো হলে এবং
( ৫ ) নদী জলপূর্ণ থাকলে ।
বর্ষাকালে ভরা কটাল এর দিন ভাগীরথী হুগলি নদীর বান খুব উঁচু হয় , কখনো কখনো ৬ থেকে ৮ মিটার পর্যন্ত উঁচু হয় । একে ষাঁড়াষাঁড়ি বান বলা হয় ।
ভরা কোটালের সময় সমুদ্রের জলস্ফিতি বেশি হওয়ায় নদী মোহনার মধ্য দিয়ে জল প্রবল বেগে উৎস অভিমুখে প্রবাহিত হয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটনাকে বান ডাকা বলে।