মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে
মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে

মুখ্য জোয়ার
ভূপৃষ্ঠে জোয়ার ভাটা সৃষ্টির কারণ হিসেবে চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিগ বলের কথা বলা হলেও প্রকৃতপক্ষে প্রধানত চাঁদের আকর্ষণেই পৃথিবীতে জোয়ার ভাটা হয় । তাই আবর্তন করতে করতে পৃথিবীর যে জায়গা যখন চাঁদের সামনে আসে , সেই জায়গার জল চাঁদের আকর্ষণে খুব বেশি ফুলে ওঠে অর্থাৎ সেখানে তখন হয় জোয়ার । এইভাবে যে জায়গায় চাঁদের সরাসরি আকর্ষণের ফলে জোয়ার হয় , তাকে মুখ্য জোয়ার বলে ।
গৌণ জোয়ার
মুখ্য জোয়ারের সময় চাঁদের আকর্ষণস্থলের বিপরীত দিকে বা প্রতিপাদ স্থানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কেন্দ্রাতিগ বল অধিক প্রবল থাকে । ফলে বিপরীত স্থানের জলরাশিও ফুলে ওঠে অর্থাৎ জোয়ারের সৃষ্টি হয় । একে বলে গৌণ জোয়ার । অবশ্য অনেকে বলেন যে , গৌণ জোয়ার প্রকৃতপক্ষে চাঁদের আকর্ষণে , ভূপৃষ্ঠে চাঁদের আকর্ষণ স্থলের বিপরীত প্রান্তে জলভাগ ও স্থলভাগের সরণের পার্থক্যের জন্য হয় ।