জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব
জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব
মানব জীবনে জোয়ার ভাটার কয়েকটি উল্লেখযােগ্য প্রভাব হল —
( ১ ) জোয়ারের সময় বড়াে বড়াে জাহাজ নদীতে আসতে পারে , আবার ভাটার টানে সাগরে ফিরে যায় ।
( ২ ) ভাটার টানে নদীর পলি ও আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে , ফলে নদীখাত গভীর থাকে ।
( ৩ ) জোয়ারের মাধ্যমে নদীর মিষ্টি জল লােনা হয়ে যায় । লােনা জল কৃষি , শিল্প প্রভৃতি কাজে ব্যবহার করা যায় না এবং তা পানেরও অযােগ্য ।
( ৪ ) জোয়ারের জলের মাধ্যমে অনেক সময় পলি পড়ে নদীগর্ভ অগভীর হয় ।
( ৫ ) অনেক জায়গায় জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় ।
( ৬ ) জোয়ারের সময় অনেক সামুদ্রিক মাছ নদীতে চলে আসে ।
( ৭ ) জোয়ারের লােনা জলে বন্দর ও নদী অনেক সময় বরফমুক্ত থাকে ।
( ৮ ) প্রবল জোয়ারে বা প্রবল বানে যে জলস্ফীতি হয় তার ফলে অনেক সময় নদী-উপকূলে চাষাবাদ ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয় ।
গুড
এর প্রভাবে কি লবণ চাষ করা হয়