ভূগোল

জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত

জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত

পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে প্রায় ২৭ দিন । পৃথিবী যখন ২৪ ঘণ্টায় একবার নিজের মেরুদণ্ডের চারদিকে আবর্তন করে তখন চাঁদ নিজের অক্ষের ১/২৭ অংশ বা ৩৬০° ÷ ২৭ = ( প্রায় ) ১৩° পথ এগিয়ে যায় । এই ১৩° পথ অতিক্রম করতে পৃথিবীর আরও ( ১৩° x ৪ মিনিট = ৫২ মি ) ৫২ মিনিট সময় লাগে ।

সুতরাং পৃথিবীর যে কোনাে স্থান ২৪ ঘণ্টা ৫২ মিনিট পরে একবার করে চাঁদের সামনে আসে । তাই প্রতিটি মুখ্য বা গৌণ জোয়ার ২৪ ঘণ্টা ৫২ মিনিট পরে অনুষ্ঠিত হয় এবং একটি নির্দিষ্ট স্থানে একদিন যে সময়ে মুখ্য জোয়ার হয় সেইদিন তার ১২ ঘণ্টা ২৬ মিনিট পরে সেখানে গৌণ জোয়ার অনুষ্ঠিত হয় । আর , যে দুই স্থানে জোয়ার হয় তাদের সমকোণে অবস্থিত স্থান দুটিতে সবসময় ভাটা হয় বলে প্রত্যেক জায়গায় জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে সেখানে ভাটা হয়

One thought on “জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত

  • Kaif sk

    Amader tusenar mastar room Vania lakha ce kintu akane serakom nea Kano bujte. Asubeda Howna .dear sir apne kick Kori.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!