দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন
দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন
পৃথিবীর প্রতিটি স্থানই ২৪ ঘণ্টায় একবার চাঁদের সামনে আসে । যে স্থান যখন চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার এবং তার প্রতিপাদ স্থানে বা উলটোদিকের স্থানটিতে গৌণ জোয়ার এবং এর সমকোণে অবস্থিত স্থানে ভাটা হয় । যখন কোনাে স্থানে মুখ্য জোয়ার হয় , তার বিপরীত দিকের স্থানটিতে ১২ ঘণ্টা পরে মুখ্য জোয়ার হয় এবং ওই ১২ ঘণ্টা পরে প্রথম স্থানটি চাঁদের বিপরীতে অবস্থান করে বলে সেখানে গৌণ জোয়ার হয় । সুতরাং , ২৪ ঘণ্টায় একই স্থানে দুবার জোয়ার ( একবার মুখ্য জোয়ার এবং একবার গৌণ জোয়ার ) ও দুবার ভাটা হয় এবং প্রতিটি জোয়ার ও ভাটার স্থিতিকাল হয় ৬ ঘণ্টা ।
ভাই, অসাধারণভাবে বুঝিয়েছেন..
❤️
ধন্যবাদ এই পোস্ট টা করার জন্য । আমার খুব উপকারে আসছে। এই রকম পোস্ট সব সময় করবেন।