অসমে প্রতি বছর বন্যা হয় কেন
অসমে প্রতি বছর বন্যা হয় কেন

অসমের প্রধান নদ ব্ৰহ্মপুত্র । প্রায় প্রতি বছরই বর্ষাকালে এই ব্ৰহ্মপুত্র নদে প্রবল জলােচ্ছ্বাস হয় , ফলে অসমের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে । প্রকৃতপক্ষে , ব্ৰহ্মপুত্র নদ অসমের যে অংশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে , সেখানে ভূমির ঢাল খুবই কম । এজন্য ব্ৰহ্মপুত্র নদের গতি অত্যন্ত ধীর এবং পলির বহন ক্ষমতাও সামান্য । তাই ব্ৰহ্মপুত্র এবং তার উপনদীগুলি তাদের ঊর্ধ্বপ্রবাহ অঞ্চল থেকে যে পরিমাণ পলি বহন করে আনে তার সিংহভাগই এখানকার নদীখাতে জমা হয় ।
এইভাবে বহু বছর ধরে পলি সঞ্চিত হওয়ার ফলে ব্ৰহ্মপুত্র নদের গভীরতা বর্তমানে যথেষ্ট হ্রাস পেয়েছে । আবার , গ্রীষ্ম-বর্ষাকালে সাংপাে নদ যখন তিব্বতের ঊর্ধ্বপ্রবাহ অঞ্চল থেকে প্রচুর পরিমাণে বরফগলা জল বহন করে আনে , সেই সময় অসমেও প্রবল বর্ষণ হয় । অগভীর ব্ৰহ্মপুত্রের খাতে যখন ওই বরফগলা জল ও বৃষ্টির জল এসে পড়ে , তখন তা বহন করার ক্ষমতা ব্ৰহ্মপুত্রের থাকে না । ফলে দুকূল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় ।