আদর্শ নদী কাকে বলে
আদর্শ নদী কাকে বলে

যে নদীর গতিপথে পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে ক্ষয়কার্য , সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে বহনকার্য এবং বদ্বীপ প্রবাহ বা নিম্নগতিতে সঞ্চয় কার্য সুস্পষ্টভাবে লক্ষ করা যায় , তাকে আদর্শ নদী বলা হয় ।
উদাহরণ : গঙ্গা নদী ।
গঙ্গাকে আদর্শ নদী বলার কারণ
গঙ্গোত্রী হিমবাহের গােমুখ তুষারগুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি । এই উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ বা উচ্চগতি , হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং রাজমহল থেকে বঙ্গোপসাগরের উপকূল অর্থাৎ মােহানা পর্যন্ত বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি । যেহেতু গঙ্গা নদীর গতিপথে তিনটি গতিই সুস্পষ্টভাবে লক্ষ করা যায় , তাই গঙ্গাকে আদর্শ নদী বলা হয় ।
ধন্যবাদ আমি আদর্শ নদী কাকে বলে? এই প্রশ্নের উত্তর টি পেয়ে খুবই খুশি হয়েছি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন।