ভূগোল

অন্তর্বাহিনী নদী কাকে বলে

অন্তর্বাহিনী নদী কাকে বলে

যেসব নদী কোনাে দেশ বা মহাদেশের উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ওই দেশ বা মহাদেশের মধ্যেই কোনাে হ্রদ , সাগর বা জলাভূমিতে গিয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরােতে পারে না অথবা মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায় সেগুলিকে অন্তর্বাহিনী নদী বলা হয় । যেমন — ভারতের লুনি নদী । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!