পশ্চিম বাহিনী নদী গুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন
পশ্চিম বাহিনী নদী গুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন
দক্ষিণ ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী বা বঙ্গোপসাগরে পতিত নদীগুলির মােহনায় বদ্বীপ থাকলেও পশ্চিম বাহিনী বা আরব সাগরে পতিত নদীগুলির মােহনায় কোনাে বদ্বীপ নেই । কারণ—
( ১ ) অধিকাংশ নদী ক্ষুদ্র বলে নদীর জলে পলি কম থাকে ।
( ২ ) নর্মদা ও তাপ্তী অপেক্ষাকৃত বড় নদী । কিন্তু এই নদী দুটির মােহানাতেও বদ্বীপ নেই । কারণ , নদী দুটির স্রোত খুব বেশি । ফলে নদীর মুখে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্ট হয় না ।
( ৩ ) নদী দুটির উপনদীর সংখ্যাও কম , ফলে পলি বালিও নদীর জলে কম আসে ।
( ৪ ) কাম্বে উপসাগরের যে অংশে নদী দুটি এসে মিশেছে সেখানে সমুদ্রের তলার ঢাল খুব বেশি , ফলে পলি সঞ্চিত হয় না ।