ভূগোল

ভারতের হ্রদ সমূহ

ভারতের হ্রদ সমূহ

dal lake
ভারতের হ্রদ সমূহ

ভারতে খুব বড়াে হ্রদ নেই । যেগুলি আছে তার সংখ্যাও খুব বেশি নয় , যেমন রাজস্থানের সম্বর , পাচপদ্র , দিদওয়ানা , পুষ্কর প্রভৃতি । এগুলি লবণাক্ত জলের হ্রদ । আবার সুপেয় জলের হ্রদও আছে , এগুলি প্রধানত পার্বত্য অঞ্চলে অবস্থিত , যেমন — কাশ্মীরের ডাল ও উলার , কুমায়ুন অঞ্চলের নৈনিতাল , ভীমতাল , সাততাল , পুনাতাল , ভুঞ্জ উপত্যকার হেমকুণ্ড , নন্দাঘুণ্টির রূপকুণ্ড প্রভৃতি । এগুলি পশ্চিম হিমালয়ের হ্রদ । মণিপুরের লােকটাক হ্রদের জলও সুপেয় । পূর্ব উপকূলের চিল্কা , পুলিকট , কোলেরু প্রভৃতি হ্রদ নয় , উপহ্রদ । এগুলি সমুদ্রের সঙ্গে যুক্ত , তাই লবণাক্ত ।

ভারতের কতগুলি বিখ্যাত হ্রদ

জম্মু ও কাশ্মীর : ডাল , উলার , বৈরেনাগ , নাগিন , মানসবল , শেষনাগ , অনন্তনাগ । 

*** উলার হল ভারতের সবচেয়ে বড় মিঠা জলের হ্রদ

রাজস্থান : পিচোলা , সম্বর  , দিনদাওনা , ফতেসাগর , পুস্কর , লুনকারনশর , ইন্দিরা সাগর ।

*** সম্বর হল ভারতের সর্ববৃহৎ লবণাক্ত জলের হ্রদ

*** ইন্দিরা সাগর হল ভারতের সবচেয়ে বড় মানুষের দ্বারা সৃষ্ট হ্রদ । 

উত্তরাখন্ড : সাট্টাল , নৈনিতাল , দেওতাল , মালতাল , খুরপাটাল ,  দেবতাল ।

*** দেবতাল হল ভারতের সর্বোচ্চ স্থানে অবস্থিত হ্রদ

ওডিশা : চিল্কা ।

*** চিল্কা হল ভারতের সবচেয়ে বড় নােনাজলের উপহ্রদ

অন্ধ্রপ্রদেশ : হুসেন সাগর , কোলেরু ।

*** কোলেরু হল কৃষ্ণা ও গােদাবরীর মাঝে অবস্থিত ভারতের একটি মিষ্টি জলের হ্রদ

পশ্চিমবঙ্গ : মিরিক 

কেরালা : ভেম্বনাদ , অস্তমুদি

সিকিম : খেচুপেরি

মণিপুর : লােকটাক 

মহারাষ্ট্র : লােনার 

তামিলনাড়ু : পুলিকট ( নােনা জল )   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!