গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো
Contents
গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো

ভারতের প্রধান নদী গঙ্গা । এর মােট দৈর্ঘ্য প্রায় ২৫১০ কিমি । এর মধ্যে ভারতে আছে প্রায় ২০৭১ কিমি । উৎস থেকে মােহানা পর্যন্ত গঙ্গা নদীর সমগ্র গতিপথকে তিনটি অংশে ভাগ করা যায়— ( ১ ) গঙ্গার উচ্চগতি , ( ২ ) গঙ্গার মধ্যগতি এবং ( ৩ ) গঙ্গার নিম্নগতি ।
গঙ্গার উচ্চগতি
উত্তরাঞ্চল রাজ্যের কুমায়ুন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গােমুখ তুষারগুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি । তবে উৎসের কাছে এর নাম ভাগীরথী । এর পর পার্বত্য ভূমির ওপর দিয়ে ভাগীরথী নদী দক্ষিণ-পশ্চিমদিকে প্রবাহিত হয়েছে । দেবপ্রয়াগের কাছে এসে ভাগীরথী নদী তার অন্যতম প্রধান উপনদী অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে । ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহটি এর পর গঙ্গা নামে শিবালিক পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে আরও দক্ষিণদিকে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে পার্বত্য অবস্থা অতিক্রম করে সমভূমিতে প্রবেশ করেছে । উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর পার্বত্য অবস্থা বা উচ্চগতি ।
গঙ্গার মধ্যগতি
হরিদ্বারের পর গঙ্গা নদী প্রথমে দক্ষিণমুখী এবং পরে পূর্বমুখী হয়ে উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে । ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কাছে গঙ্গা নদী আবার দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে । হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত গঙ্গা নদীর মধ্যগতি বা সমভূমি অবস্থা ।
গঙ্গার নিম্নগতি
রাজমহল পাহাড়ের পূর্বদিক দিয়ে দক্ষিণমুখী হয়ে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে এসে পদ্মা ও ভাগীরথী — এই দুটি শাখায় ভাগ হয়েছে । প্রধান শাখাটি প্রথমে পদ্মা ও পরে মেঘনা নামে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে । ক্ষীণস্রোতা দ্বিতীয় শাখাটি ভাগীরথী-হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়ে সাগরদ্বীপের কাছে বঙ্গোপসাগরে পড়েছে । রাজমহল থেকে বঙ্গোপসাগরের মুখ পর্যন্ত গঙ্গা নদীর নিম্নগতি বা বদ্বীপ অবস্থা । মােহানার কাছে এসে গঙ্গা নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে ।
গঙ্গা নদীর উপনদী
গঙ্গার সুদীর্ঘ গতিপথে ডান দিক থেকে যমুনা ও শােন এবং বাম দিক থেকে গােমতী , ঘর্ঘরা , রামগঙ্গা , গণ্ডক , কোশী প্রভৃতি উপনদী এসে পড়েছে । গঙ্গার এইসব উপনদীর মধ্যে যমুনা সর্বপ্রধান । যমুনােত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে যমুনা নদী এলাহাবাদের কাছে গঙ্গা নদীতে পড়েছে । চম্বল , বেতােয়া , কেন , শারদা প্রভৃতি যমুনার ডান তীরের উল্লেখযােগ্য উপনদী ।
Thanks