ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব
ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব

ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব অপরিসীম 一
( ১ ) উত্তর ও পূর্বদিকে প্রাচীরের মতাে বিরাজ করে ভারতকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করে ।
( ২ ) শীতকালে মধ্য এশিয়ার তীব্র ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয় , এজন্য উত্তর ভারত প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পায় ।
( ৩ ) গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ে বাধা পায় বলে সারা ভারতে বৃষ্টিপাত হয় ।
( ৪ ) গঙ্গা , ব্রহ্মপুত্র ও সিন্ধু — ভারতের এই তিনটি প্রধান নদীর উৎপত্তি হিমালয়ে এবং এগুলি হিমালয়ের বরফগলা জলে পুষ্ট ।
( ৫ ) হিমালয় পার্বত্য অঞ্চল থেকে পলি বয়ে এনে নদীগুলি উত্তর ভারতে বিস্তীর্ণ উর্বর সমভূমির সৃষ্টি করেছে ।
( ৬ ) পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা এবং সারা বছর বরফগলা জল পায় বলে জলবিদ্যুৎ উৎপাদনের উপযােগী ।
( ৭ ) পশ্চিম হিমালয়ের তৃণভূমিগুলিতে প্রচুর মেষ বা ভেড়া পালন করা হয় ।
( ৮ ) পর্বতের ঢালে কাগজ উৎপাদনের উপযােগী প্রচুর সরলবর্গীয় অরণ্য আছে ।
( ৯ ) বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদে পার্বত্য অঞ্চল সমৃদ্ধ , এগুলি থেকে অনেক জীবনদায়ী ওষুধ প্রস্তুত হয় ।
( ১০ ) অনেক মূল্যবান খনিজ দ্রব্য পাওয়া যায় ।
( ১১ ) প্রচুর পরিমাণে চা , সিঙ্কোনা এবং বিভিন্ন ফল উৎপন্ন হয় ।
( ১২ ) এখানকার জলবায়ু সূক্ষ্ম যন্ত্রপাতি ( যেমন — ঘড়ি ) নির্মাণের পক্ষে বিশেষভাবে উপযােগী ।
( ১৩ ) পার্বত্য অঞ্চলের অধিবাসীরা পরিশ্রমী ও সাহসী হয় ।
( ১৪ ) হিমালয়ের মনােরম প্রাকৃতিক দৃশ্য উপভােগ করার জন্য দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক আসেন যা বৈদেশিক মুদ্রা অর্জনের বিশেষ উপযােগী । এজন্য কতকগুলি পর্যটন কেন্দ্র ও স্বাস্থ্যনিবাস এখানে গড়ে উঠেছে , যেমন — শ্রীনগর , সিমলা , দেরাদুন , দার্জিলিং প্রভৃতি ।
the note is so useful
Thank you for your help.