সমুদ্রস্রোত সৃষ্টির কারণ
Contents
সমুদ্রস্রোত সৃষ্টির কারণ

প্রধানত পাঁচটি কারণে সমুদ্রস্রোত সৃষ্টি হয়—
বায়ুপ্রবাহ
নিয়ত বায়ুপ্রবাহ গুলি সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের জলরাশিকে নিজের প্রবাহের দিকে টেনে নিয়ে যায় । এইভাবে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের সৃষ্টি করে ।
সমুদ্র জলের উষ্ণতার তারতম্য
নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে বেশি উষ্ণতার জন্য সমুদ্রজল বেশি পরিমাণে বাষ্পীভূত হয় । এছাড়া এই উষ্ণ জল হালকা বলে সমুদ্রের ওপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে শীতল মেরু অঞ্চলের দিকে বয়ে যায় । জলের এই শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের তলদেশ দিয়ে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের দিকে অন্তঃস্রোত রূপে বয়ে যায় ।
সমুদ্র জলের লবণতার তারতম্য
সমুদ্রজলে লবণতার পরিমাণ কোথাও বেশি , কোথাও কম । কম লবণাক্ত জল হালকা বলে সমুদ্রের ওপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে বেশি লবণাক্ত ভারী জলের দিকে বয়ে যায় । জলের এই শূন্যতা পূরণের জন্য বেশি লবণাক্ত ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোত রূপে ওই কম লবণাক্ত হালকা জলের দিকে প্রবাহিত হয় । এইভাবে সমুদ্রস্রোতের উৎপত্তি হয় ।
পৃথিবীর আবর্তন গতি
পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্রস্রোত সােজাপথে প্রবাহিত হতে পারে না । ফেরেলের সূত্রানুসারে , উত্তর গােলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গােলার্ধে বামদিকে বেঁকে যায় ।
মহাদেশ সমূহের অবস্থান ও আকৃতি
প্রবহমান সমুদ্রস্রোত মহাদেশের যে প্রান্তে বা দ্বীপপুঞ্জে বাধা পায় সেখানকার গঠন বা আকৃতি অনুসারে সমুদ্রস্রোতের গতিপথ পরিবর্তিত হয় বা বিভিন্ন শাখায় বিভক্ত হয় ।