ভূগোল

বাইস ব্যালট সূত্র কাকে বলে

বাইস ব্যালট সূত্র কাকে বলে

ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘Comptes Rendus’ নামক গ্রন্থে বাইস ব্যালট ( Buys Ballot ) নামে একজন ডাচ বিজ্ঞানী প্রমাণ করেন যে , উত্তর গােলার্ধে বায়ুর গতির দিকে পিছন করে দাঁড়ালে ডানদিকের তুলনায় বামদিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গােলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায় । বায়ুপ্রবাহ সংক্রান্ত এই বৈশিষ্ট্যই বাইস ব্যালট সূত্র ( Buys Ballot’s law ) নামে পরিচিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!