সমুদ্রস্রোতের প্রভাব
Contents
সমুদ্রস্রোতের প্রভাব

মানব জীবনের ওপর সমুদ্রস্রোতের নিম্নলিখিত প্রভাবগুলি লক্ষ করা যায়—
বন্দর বরফ মুক্ত রাখা
নাতিশীতােষ্ণমণ্ডলের দেশগুলিতে যেসব বন্দরের পাশ দিয়ে উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় , সেসব বন্দর শীতকালেও বরফমুক্ত থাকে । যেমন — উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ যুক্তরাজ্যের অধিকাংশ বন্দর সারাবছরই ব্যবহার করা যায় ।
নৌ-চলাচলের সুবিধা
স্রোতের অনুকূলে নৌ-চলাচল সহজ এবং তাতে জ্বালানিরও সাশ্রয় হয় ।
জলবায়ু নিয়ন্ত্রণ
কোনাে অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হলে সেখানকার জলবায়ু উষ্ণ হয় । আবার বিপরীতভাবে , শীতল স্রোত প্রবাহিত হলে সেখানকার জলবায়ুও শীতল হয় ।
বৃষ্টিপাত ও তুষারপাত সৃষ্টি
উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ুতে জলীয় বাষ্প থাকে বলে ওই বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হলে বৃষ্টিপাত হয় । কিন্তু শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে বৃষ্টিপাত হয় না । তবে , মাঝে মাঝে তুষারপাত হয় ।
দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি
সাধারণত যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন ঘটে , সেখানে উষ্ণতার পার্থক্যের জন্য ঘন কুয়াশা এবং প্রবল ঝড়ঝঞ্ঝা হয় । যেমন — নিউফাউন্ডল্যান্ড সংলগ্ন সমুদ্র ।
মৎস্যক্ষেত্র সৃষ্টি
উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মাছের খাদ্য প্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মায় , এর ফলে মৎস্যক্ষেত্র সৃষ্টি হয় । যেমন — নিউফাউন্ডল্যান্ড বা জাপানের উপকূল ।
মগ্নচড়া সৃষ্টি
শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায় । হিমশৈলের মধ্যে অনেক পাথর , নুড়ি , বালি প্রভৃতি থাকে । ওগুলি সমুদ্রবক্ষে দীর্ঘকাল ধরে জমতে জমতে উঁচু হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে । যেমন — নিউফাউন্ডল্যান্ড উপকূলের অদূরে গ্র্যান্ড ব্যাংক ।
হিমশৈল জনিত বিপদ
শীতল সমুদ্রস্রোতের সঙ্গে যেসব বড়াে বড়াে হিমশৈল ভেসে আসে , সেগুলি জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে ।