মরা কোটাল বা মরা জোয়ার

মরা কোটাল বা মরা জোয়ার 

images 7
মরা কোটাল বা মরা জোয়ার

সপ্তমী তিথিতে ( শুক্ল ও কৃ‌ষ্ণপক্ষে ) চাঁদ ও সূর্য সমকোণে ( ৯০° ) থেকে পৃথিবীকে আকর্ষণ করে অর্থাৎ পরস্পর পরস্পরের আকর্ষণের বিরােধিতা করে । এজন্য এই দু-দিন চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার দুটিই কম হয় । একে বলে মরা জোয়ার বা মরা কোটাল

অথবা , শুক্ল ও কৃ‌ষ্ণপক্ষের সপ্তমী তিথিতে চাঁদ ও সূর্য পরস্পর সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে অর্থাৎ পরস্পর পরস্পরের আকর্ষণের বিরােধিতা করে । তাই এই দু-দিন জোয়ারের জলস্ফীতি কিছুটা কম হয় । এই দু-দিনের জোয়ারকে বলে মরা জোয়ার বা মরা কোটাল

One thought on “মরা কোটাল বা মরা জোয়ার

  • November 9, 2022 at 3:28 am
    Permalink

    Ğòóď çhàñèĺĺ

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!