তেজ কটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার
তেজ কটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার

অমাবস্যা ও পূর্ণিমার দিনে প্রবল জোয়ার হয় । কারণ ওই দু-দিন পৃথিবী , চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে । চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে উভয়ের সম্মিলিত আকর্ষণে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে । তাই একে তেজ কটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার বলে । এই ধরনের ঘটনা প্রতি ১৫ দিনে একবার হয় ।
অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে চাঁদ । ওইদিন চাঁদ ও সূর্যের আকর্ষণী শক্তি পৃথিবীর একই জায়গায় ক্রিয়া করে । ফলে অমাবস্যার দিন জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে । এটি হল অমাবস্যা দিনের ভরা জোয়ার বা ভরা কোটাল বা তেজ কটাল ।
পূর্ণিমার দিন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে পৃথিবী । এদিন চাঁদ পৃথিবীর যে স্থানকে আকর্ষণ করে , সূর্যের আকর্ষণ পড়ে ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ প্রতিপাদ স্থানে । ফলে এদিনও জোয়ারের জল অনেক বেশি মাত্রায় ফুলে ওঠে । এটি হল পূর্ণিমা দিনের ভরা জোয়ার বা ভরা কোটাল বা তেজ কটাল ।