ভূগোল

উপসাগরীয় স্রোত কাকে বলে

উপসাগরীয় স্রোত কাকে বলে

আটলান্টিক মহাসাগরের একটি উ‌ষ্ণ স্রোতের নাম উপসাগরীয় স্রোত । দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা এবং উত্তর নিরক্ষীয় স্রোতের মিলিত ধারা আয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে অগ্রসর হয়ে যখন মেক্সিকো উপসাগরে প্রবেশ করে এবং উত্তর আমেরিকার পূর্ব উপকূল ধরে প্রথমে উত্তর দিকে এবং তারপর উত্তর-পূর্ব দিকে এগিয়ে যায় তখন তার নাম হয় উ‌ষ্ণ উপসাগরীয় স্রোত

এর পর স্রোতটি পৃথিবীর আবর্তন গতি ও পশ্চিমা বায়ুর সম্মিলিত প্রভাবে উত্তর আটলান্টিকের মধ্যভাগ দিয়ে উত্তর-পূর্ব দিকে অর্থাৎ উত্তর-পশ্চিম ইউরােপের দিকে প্রবাহিত হতে থাকে এবং কিছুটা যাবার পর তিনটি শাখায় বিভক্ত হয় । প্রথমটির নাম পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত বা ইরমিঙ্গার স্রোত , দ্বিতীয়টির নাম উত্তর আটলান্টিক স্রোত এবং তৃতীয়টির নাম ক্যানারি স্রোত । উ‌ষ্ণ উপসাগরীয় স্রোতের জলের রং নীল । প্রথম অবস্থায় এই জলের উষ্ণতা থাকে প্রায় ২৭° সে , বিস্তার ৬৫ কিমি এবং গভীরতা ৯১৫ মি. । সংকীর্ণ ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর গতিবেগ থাকে প্রতি ঘণ্টায় গড়ে ৮ কিমি । তারপর এর গতিবেগ কমে ঘণ্টায় ১.৫ কিমি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!