ল্যাব্রাডর স্রোত কি
ল্যাব্রাডর স্রোত কি
নিউফাউন্ডল্যান্ডের পূর্ব উপকূলে উত্তর দিক থেকে আগত শীতল ল্যাব্রাডর স্রোত এবং দক্ষিণ দিক থেকে প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোত পাশাপাশি কিন্তু বিপরীত দিকে বেশ কিছুদূর পর্যন্ত বয়ে চলে এবং শেষে ল্যাব্রাডর স্রোতের শীতল জল ভারী বলে উপসাগরীয় স্রোতের উষ্ণ হালকা জলের তলায় নেমে যায় । নিউফাউন্ডল্যান্ডের উপকূলে এইভাবে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয় বলে এখানে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্জা হয় । এই ল্যাব্রাডর স্রোতের জন্যই নিউফাউন্ডল্যান্ড সংলগ্ন সমুদ্রে প্রচুর প্ল্যাঙ্কটন জন্মায় এবং সমুদ্রবক্ষে গ্র্যান্ড ব্যাংক নামে একটি বিশাল মগ্নচড়ার সৃষ্টি হয়েছে , যা মৎস্যক্ষেত্র হিসেবে পৃথিবী বিখ্যাত । ল্যাব্রাডর স্রোতের দৈনিক গতিবেগ গড়ে ২৮ কিমি ।