ভূগোল

হিমপ্রাচীর কাকে বলে

হিমপ্রাচীর কাকে বলে

সমুদ্রের বিভিন্ন অংশে উষ্ণতা , লবণতা ও ঘনত্বের অনেক পার্থক্য হয় । এর ফলে সমুদ্রের কোনাে কোনাে অংশে দুই বিপরীতধর্মী স্রোতের মধ্যে একটি বিভাজন রেখার সৃষ্টি হয় । যেমন — উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের প্রায় সবুজ জলের মধ্যে এমনই এক বিভাজন বহু দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায় । এই বিভাজন রেখাকে ‘ হিমপ্রাচীর ’( cold wall ) নামে অভিহিত করা হয় । তবে ‘ প্রাচীর ’ শব্দটি ব্যবহৃত হলেও এখানে দুই স্রোতের জলের উচ্চতার মধ্যে কিন্তু কোনাে তারতম্য হয় না ।

One thought on “হিমপ্রাচীর কাকে বলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!