ভূগোল

ব্রাজিল স্রোত

ব্রাজিল স্রোত

আটলান্টিক মহাসাগরের দক্ষিণাংশে যতগুলি উ‌ষ্ণ স্রোত প্রবাহিত হয় সেগুলির মধ্যে অন্যতম হল ব্রাজিল স্রোত । এই স্রোতটি উ‌ষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা । আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যভাগে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পশ্চিমমুখী দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি । পশ্চিমদিকে যেতে যেতে এই উ‌ষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের সেন্ট রক অন্তরীপের কাছে ধাক্কা খেয়ে উত্তর ও দক্ষিণ এই দুটি শাখায় বিভক্ত হয় । এগুলির মধ্যে দক্ষিণের শাখাটির নাম ব্রাজিল স্রোত । স্রোতটি ব্রাজিলের পূর্ব উপকূল ধরে আরও দক্ষিণে প্রবাহিত হয় এবং শেষে শীতল কুমেরু স্রোতের সঙ্গে মিশে যায় । ব্রাজিল স্রোতের দৈনিক গতিবেগ গড়ে ২৮ কিমি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!